শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / খেলা

কাবাডিতে ময়মনসিংহের চ্যাম্পিয়ন ত্রিশাল

প্রকাশ:

বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫ || ১১:৫০

378

এনামুল হক, ময়মনসিংহ

কাবাডিতে ময়মনসিংহের  চ্যাম্পিয়ন ত্রিশাল

ছবিঃ মুক্তদিন

 জেলা পর্যায়ের অনূর্ধ্ব- ১৮ কাবাডি ফাইনাল খেলা চ্যাম্পিান হয়েছে ত্রিশাল উপজেলা।গতকাল মঙ্গলবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ত্রিশাল কাবাডি দল ময়মনসিংহ সদর দলকে  ৩৮-২৩ পয়েন্ট  ব্যবধানে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে অতিথিবৃদ বিজয়ীদের  চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কাবাডি কোচার আশরাফ আলী দুলু জানান এই প্রথম কাবাডি খেলায়  ত্রিশাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম বিশেষ অতিথি  ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশিদুল আলম মুজিব, ক্রীড়াবিদ  মাহাবুল আলম রতন সুলতান আহমেদ