রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / সারাদেশ

ত্রিশালে মাওলানা আজিজুল হকের ইন্তেকাল, পরিবারের খোঁজ নিলেন ওলামা দল নেতা শামীম

প্রকাশ:

মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫ || ১০:৩১

39

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :

ত্রিশালে মাওলানা আজিজুল হকের ইন্তেকাল, পরিবারের খোঁজ নিলেন ওলামা দল নেতা শামীম

.
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া-আমিয়ান ডাংগুরী গ্রামের বিশিষ্ট আলেম আলহাজ্ব মাওলানা আজিজুল হক গতকাল রাতের দিকে ইন্তেকাল করেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খবর পেয়ে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নেতা ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বৈরী আবহাওয়া উপেক্ষা করে সশরীরে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

আলহাজ্ব মাওলানা আজিজুল হক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জীবদ্দশায় তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও আজ বিকেলে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।