শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / সারাদেশ

.

ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর ভাঙচুরের অভিযোগ

প্রকাশ:

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ || ০৮:৩২

192

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :

ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর ভাঙচুরের অভিযোগ

.
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের বিলবোকা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা নূরে আলম শাহজাদা। ভুক্তভোগী সারোয়ার আলম সাহানুর (৫৫) এ ঘটনায় জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ত্রিশাল আদালতে ভায়োলেশন মামলা রুজু করেছেন। যার মুকদ্দমা নং ৪৫/২০২৫। 

অভিযোগ সূত্রে জানা যায়,  শাহানারা বেগম হতে২০২৪ সনের ১০৭৯ নং দলিল মূলে কাঠাল মৌজার ৭৬১৯ দাগের ১০.২৫ শতাংশ জমিন  মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে নিজ দখলে রেখে ভোগদখল করে আসছিলেন সাহানুর।   জমির পশ্চিম পার্শ্বে নিজ খরচে সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু পারিবারিক বিরোধের জেরে একই এলাকার নূরে আলম শাহজাদা ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। 

ঘটনাটি বিচারাধীন থাকায় আদালত বিবাদীকে জমিতে কোনো প্রকার কাজ না করার বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নূরে আলম শাহজাদা ২৬ জুলাই সকাল ১০টার দিকে কয়েকজন লোক নিয়ে সাহানুরের দখলকৃত জমির সাইনবোর্ড ও সীমানা প্রাচীর ভেঙে ফেলে।

এ বিষয়ে অভিযুক্ত নূরে আলম শাহজাদার সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, “আদালতের রায় পেয়ে আমি প্রাচীর সরিয়েছি।” তবে তার কাছে আদালতের এমন কোনো আদেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “ওটা লাগবে কেন?”

ভুক্তভোগী সাহানুর বলেন, “ঘটনার সময় আমি এবং আমার ছেলে বাড়িতে ছিলাম না। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিল। তারা প্রাচীর ভাঙার শব্দ পেয়ে বাইরে এসে দেখে আমার জমির সাইনবোর্ডসহ বেড়া ভেঙে নিয়ে যাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে পারিবারিক বিরোধ চললেও বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না করে জোরপূর্বক কার্যক্রম পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক দেবলাল বলেন, "অভিযোগ পাওয়ার পর আমি বাদির সাথে যোগাযোগ করে বলেছি, প্রত্যক্ষ কয়েকজন স্বাক্ষীকে নিয়ে আসলে আমি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।"