বুধবার, জুলাই ৩০, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / সারাদেশ

ত্রিশালে কৃষক দলের বৈলর ইউনিয়ন আহবায়ক কমিটির অনুমোদন

প্রকাশ:

রবিবার, জুন ১৫, ২০২৫ || ১১:১৭

185

রাকিবুল হাসান ফরহাদ

ত্রিশালে কৃষক দলের বৈলর ইউনিয়ন আহবায়ক কমিটির অনুমোদন

কৃষক দলের বৈলর ইউনিয়ন আহবায়ক কমিটির অনুমোদন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়ন কৃষক দলের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (১৫ জুন ) ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি  এবং সদস্য সচিব ইউসুফ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও প্যাডে সাক্ষর করেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস আলম, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান মিলন। 

কমিটিতে মিজানুর রহমান কে আহ্বায়ক এবং মোঃ শামীম মিয়া কে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও ৬৯ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ড কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এ কমিটি বৈলর ইউনিয়নে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূল নেতৃবৃন্দ।