
প্রকাশ:
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ || ০৯:২৬
দেখা হয়েছে 60
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
হোম /
সারাদেশ
.
ত্রিশালে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ:
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ || ০৯:২৬
60
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :

ত্রিশালে বিএনপির কেন্দ্র ঘোষিত জুলাই-আগস্ট মাসব্যাপী গণ-অভ্যুত্থান কর্মসূচির বর্ষপূর্তি উদযাপন এবং ৫ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা। বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করে ত্রিশাল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি আমাদেরকে এমনভাবে প্রস্তুত হতে হবে যেন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারি। কারণ, বিএনপি হলো গণমানুষের দল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন, আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
সভায় সভাপতিত্ব করেন শাহ্ মোঃ গোলাম ইয়াহিয়া, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জাহিদ আমিন সাবেক ছাত্রনেতা, ত্রিশাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওয়ালিদ বিন খসরু ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। খায়রুল বাশার ভূঁইয়া আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
মনজুরুল হক কাঁঠাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ইলিয়াস আলী বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শাহজাহান কবির সাবেক ত্রিশাল উপজেলা যুবদল সভাপতি ও সাবেক ত্রিশাল উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক মোঃ গোলাম ফারুক স্বপন সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ত্রিশাল উপজেলা বিএনপি।
এছাড়াও ত্রিশাল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন শামীম।