.প্রকাশ:
বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬ || ১১:০৭
দেখা হয়েছে 36
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
হোম /
সারাদেশ
.
ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ:
বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬ || ১১:০৭
36
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
.আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ময়মনসিংহ-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।
সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক ভূঁইয়া।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ রোকনুজ্জামান সরকার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ত্রিশাল পৌর বিএনপির সভাপতি জনাব আলোক চাঁন দেওয়ান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন, মহিলা দলের জেলা সাধারণ সম্পাদক রিতাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব আতাউর রহমান শামীম, জনাব মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন এবং জনাব মোঃ মোশাররফ হোসাইন মিলন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশালবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।








