
প্রকাশ:
রবিবার, অক্টোবর ১২, ২০২৫ || ১০:১৪
দেখা হয়েছে 122
নিজস্ব প্রতিবেদক :
হোম /
সারাদেশ
.
সাইবার সিকিউরিটিতে নরসিংদীর মাসফির উজ্জ্বল সাফল্য
প্রকাশ:
রবিবার, অক্টোবর ১২, ২০২৫ || ১০:১৪
122
নিজস্ব প্রতিবেদক :

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাইবার অপরাধ। এমন সময় নরসিংদীর তরুণ মাসফি নিজের মেধা ও দক্ষতা দিয়ে সাইবার সিকিউরিটি খাতে গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। তিনি বাংলাদেশ থেকেই আন্তর্জাতিক মানে কাজ করে দেশকে গর্বিত করছেন।
পেশাগতভাবে মাসফি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তথ্য চুরি, হ্যাকিং প্রতিরোধ ও ডাটা সুরক্ষায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। পাশাপাশি ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন। তার কনটেন্টের মাধ্যমে অসংখ্য মানুষ অনলাইন প্রতারণা ও ঝুঁকি সম্পর্কে সচেতন হচ্ছেন।
ভবিষ্যতে মাসফি একটি অনলাইন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন, যেখানে দেশের তরুণদের ফ্রি ট্রেনিং দিয়ে সাইবার সিকিউরিটিতে দক্ষ করে তোলা হবে। তিনি বিশ্বাস করেন, সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের তরুণরাই ভবিষ্যতের প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে সক্ষম।
শেষ কথা : মাসফি শুধু একজন প্রযুক্তিপ্রেমী নন, তিনি বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনের এক গর্বিত প্রতিনিধি। তার পথচলা প্রমাণ করে—ইচ্ছা, প্রচেষ্টা ও ভালোবাসা থাকলে দেশ থেকেই আন্তর্জাতিক মানের সাফল্য অর্জন করা সম্ভব।