শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / সারাদেশ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

ত্রিশালে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও আলোচনা সভা

প্রকাশ:

মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ || ১০:৪১

318

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) ::

ত্রিশালে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও আলোচনা সভা

.
নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপল‌ক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে। এতে হাজারো নেতাকর্মীর ঢল নামে। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে বিজয় মিছিল।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার ১২টি ইউনিয়ন থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে পৌরসভার নওধার এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে পৌর শহরের চকবাজার এলাকার বিদ্রোহী কবি পাঠাগারের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

অপরদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে উপজেলার ১২ ইউনিয়নের হাজারো নেতাকর্মী নিয়ে বিজয় মিছিল করে দরিরামপুর সিএমবি গোডাউন মাঠে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। বিকালে আব্বাছিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা জামাতের আয়োজনে গণমিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে।

দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহীদুল আলম খশরুর নেতৃত্বে বিজয় মিছিল ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মোটরসাইকেল বিজয় র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।

এসময় গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ের ছাত্রজনতার আত্মত্যাগ, ফ্যাসিবাদী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ সংগ্রামের কথা স্মরন করে বক্তারা বলেন, “গণ-অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল দেশের জনগণের স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। ছাত্র-জনতার আত্মত্যাগ, রাজপথে রক্তদান, এবং অবিচল সংগ্রামের মাধ্যমেই এ দেশ পেয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার পথরেখা।”