মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / সারাদেশ

ত্রিশালে তিন সাংবাদিকের স্মার্ট কার্ড উধাও

প্রকাশ:

বুধবার, জুলাই ২, ২০২৫ || ১১:২৩

55

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :

ত্রিশালে তিন সাংবাদিকের স্মার্ট কার্ড উধাও

ত্রিশালে তিন সাংবাদিক স্মার্ট কার্ড গ্রহণ করতে গিয়ে জানতে পারেন তাদের কার্ড উধাও
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পরিচয়পত্রের (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। উপজেলার প্রায় সব শ্রেণি-পেশার মানুষের মাঝে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হলেও তিনজন পেশাদার সাংবাদিক এখনও পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড পাননি। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠেছে - এটি নিছক ভুল, নাকি কোনো পূর্ব নির্ধারিত অবহেলার বহিঃ প্রকাশ?

জানা গেছে, প্রায় এক বছর পূর্বে নির্ধারিত কেন্দ্রে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন তারা। দশ আঙুলের ছাপ, রেটিনা স্ক্যানসহ সব আনুষ্ঠানিকতা শেষ করে স্মার্ট কার্ড গ্রহণ করতে গিয়ে জানতে পারেন তাদের কার্ড উধাও। সে সময় থেকে এখন পর্যন্ত তাদের স্মার্ট কার্ড দেওয়া হয়নি।

অন্যদিকে, একই এলাকার প্রায় সবাই ইতোমধ্যে স্মার্ট কার্ড হাতে পেয়েছেন। এতে করে প্রশ্ন উঠছে, শুধুমাত্র সাংবাদিক হওয়ার কারণেই কি তাদের সঙ্গে এমনটি করা হলো?

স্মার্ট কার্ড না পাওয়া সাংবাদিকেরা হলেন, দৈনিক আজকের পত্রিকার সাইফুল আলম তুহিন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফারুক আহমেদ ও (অনলাইন) দিগন্ত বার্তার সম্পাদক আনোয়ার হোসেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তিন সাংবাদিকের স্মার্ট কার্ড উধাও কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। বারবার যোগাযোগ করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের তথ্য ঠিক থাকলেও কার্ড দেওয়া হয়নি কেন, তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। বারবার ‘ত্রুটির’ অজুহাত দিয়ে দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও সমস্যার স্থায়ী সমাধান দাবি করছেন তারা।

এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, এটি প্রিন্টিং মিসটেকের কারণে হয়েছে। যারা এখনো পাননি, তাদের নাম তালিকাভুক্ত করে খুব শিগ্গির সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।