
প্রতিবন্ধীদের জন্য ইতালিতে অনুষ্ঠিত শীতকালীন বিশেষ অলিম্পিকের ফ্লোর বল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ দল। ওই খেলায় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রামের মেয়ে স্বর্ণা আক্তার। ওই খেলায় স্বর্ণা শুধু অধিনায়কত্ব-ই করেননি তিনি একটি গোলও করেছেন।
স্বর্ণপদক জয়ী বাংলাদেশ দলটি আজ সোমবার সকাল আটটার দিকে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছার পর তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। অফিসিয়াল কাজ শেষ করে দলটির অধিনায়ক স্বর্ণা আক্তার নিজ বাড়িতে ফিরে আসেন।
খবর পেয়ে নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বর্ণা আক্তারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার উপস্থিত হয়ে স্বর্ণার হাতে ফুলের তোড়া তুলে দেন।
২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিকে ফুটবলে দলের হয়ে স্বর্ণ পদক জেতার পাশাপাশি স্বর্ণা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
স্বর্ণা আক্তারের শিক্ষক মো. জিয়াউর রহমান আকন্দ জানিয়েছেন গত শনিবার দুপুরে ইতালির তুরিনে নারী ফ্লোর বল খেলার চুড়ান্ত পর্বে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। বিজয়ী দলের হয়ে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন একটি করে গোল করেন। এর আগে গত শুক্রবার সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দলকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। অপর গ্রুপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে ইউক্রেন।