
রিকশায় চড়ছেন যাত্রী। হঠাৎ চোখ আটকে যায় চালকের গায়ের টি শার্টের পেছনে। সেখানে লেখা রয়েছে,
“প্রিয় আরোহী আমি আপনাকে পৌঁছে দেবো আপনার গন্তব্যে। আপনি আমাকে পড়শি বলে ডাকুন”।
যাত্রী চালকের কাছে এমন লেখার কারন জানতে চাইলে চালক বলেন, স্থানীয় কিছু তারুণ আজ দুপুরে এ টি শার্টটি তাকে পারিয়ে দিয়েছেন।
পরে এ লেখার তাৎপর্য ব্যাখ্যা করেন গৌরীপুর পৌর শহরের হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা হারুন মিয়া। তিনি জানান, এ লেখাটি মূলত একটি প্রচারাভিযান। সমাজে রিকশা চালকদের সম্মান জানানো এর উদ্দেশ্যে। আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ভিনগোলার্ধ’ এ ধরণের প্রচার করেছেন। হারুন মিয়া ভিনগোলার্ধের গৌরীপুর উপজেলা শাখার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।