রবিবার, আগস্ট ৩, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / খবর

ময়মনসিংহের মাহফিলে যা বললেন ড. আজহারী

প্রকাশ:

শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৫ || ০৮:০২

365

মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহের মাহফিলে যা বললেন ড. আজহারী

ছবিঃ মুক্তদিন

জনপ্রিয় ইসলামী স্কলার গবেষক . মিজানুর রহমান আজাহারী বলেছেন, এ দেশের আসল পরিচয় হলো ইসলাম যাঁরা ইসলামের কথা বলে, যাঁরা কুরআনের কথা বলে, এঁরা ধর্ম ব্যবসায়ি নয় আলমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেম বিদ্বেষী হবেন না তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে লাখো তৌহিদী জনতার উদ্দ্যেশে পবিত্র কুরআনের সুরা আজহাবের ৩৫ নম্বর আয়াতের তাফসিরকালে তিনি একথা বলেন . আজাহারি বলেন, এই আয়াতে আল্লাহ তালায় দশটি বৈশিষ্টের কথা বলেছেন আল্লাহ বলেছেন. নারী পুরুষ সমান এই আয়াতের মধ্যদিয়ে নারীদের সম্মান দেখিয়েছেন দশটি বৈশিষ্টের মধ্যে প্রথমটি হলো মহান আল্লাহ মুসলিম নারী পুরুষকে পছন্দ করেন কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, তিনি কখনো একথা বলতে পারবেন না যে, তিনি সেটা মানবেন না আল্লাহ আদেশ সবাইকেই মানতে হবে যাঁরা আল্লার আদেশের সাথে আত্মসমর্পণ করেন, তারাই মুসলিম আল্লার বিধানের সামনে বিশ্বাসী মুসলমানের কোনো বিধান থাকে না প্রথম বৈশিষ্ট হলো আমরা আল্লাহর কাছে সমর্পণ করবো