
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ || ০৮:৪৮
দেখা হয়েছে 296
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি :মুক্তদিন
রাস্তায় দাঁড়িয়ে বৃত্তির চেক বিতরণ
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ || ০৮:৪৮
296
মুক্তদিন প্রতিবেদনঃ

জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহসহ উপস্থিত অতিথিরা এসব চেক বিতরণ করেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের পক্ষ থেকে আজ বুধবার ময়মনসিংহে কর্মরত ২১ জন সাংবাদিকের সন্তানকে বৃত্তির চেক দেওয়া কথা ছিল। বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হবে বলে পূর্ব নির্ধারিত ছিল। এ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ অতিথিরা নির্ধারিত সময়ের কিছুটা আগেই পৌঁছান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। তবে জেলা প্রশাসক পাশের কক্ষে মিটিংয়ে ব্যস্ত থাকায় দুপুর ১ টা পর্যন্ত তিনি চেক বিতরণ অনুষ্ঠানে শুরু হয়নি। পরে অতিথিরা কার্যালয় ছেড়ে রাস্তায় গিয়ে চেক বিতরণ করেন।
রাস্তায় দাঁড়িয়ে চেক বিতরণ অনুষ্ঠানের পর বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ ময়মনসিংহের জেলা প্রশাসকের আচরণে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয়ে বসে থাকলেও তিনি (জেলা প্রশাসক) নূন্যতম সৌজন্য রক্ষা করেননি। পরে বাধ্য হেয় রাস্তায় নেমে চেক বিতরণ করতে হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খাইরুল বাশার।