
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ || ০৮:৩৮
দেখা হয়েছে 338
মুক্তদিন ডেস্ক
হোম /
খবর
পুলিশের হাতে গ্রেপ্তার ত্রিশাল সদর ইউপি চেয়ারম্যান। ছবি সংগ্রহীত
ত্রিশাল উপজেলা
'ডেভিল হান্টে' ত্রিশালে ইউপি চেয়ারম্যান-যুবলীগ সভাপতিসহ আটক-৬
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ || ০৮:৩৮
338
মুক্তদিন ডেস্ক

'অপারেশন ডেভিল হান্টে ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আওয়ামী লীগ ও যুবলীগসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন ত্রিশাল সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন, ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু (৪০), জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার আহবায়ক রুবেল সরকারসহ মোট ছয়জন।
গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ত্রিশাল থানা পুলিশ।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাগান রাগামারা এলাকায় অভিযান চালিয়ে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আটক করা হয় ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু কে। অপরদিকে পৌর শহরের ভাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল পৌরশাখার আহবায়ক মোঃ রুবেল সরকার (৩৫) কে আটক করা হয়।
অপরদিকে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৬ নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন (৪৩) কে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, 'গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চুসহ সিআর, জিআর মামলার ৬জন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।'