মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / খবর

গৌরীপুরে আওয়ামী লীগ নেতা জয়নাল গ্রেফতার

প্রকাশ:

সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫ || ০২:৫৪

403

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুরে আওয়ামী লীগ নেতা জয়নাল গ্রেফতার

ছবিঃ সংগ্রহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর  আজ সোমবার দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে পুলিশ।
জয়নাল আবেদীনের বাড়ি গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ঘাগলা গ্রামে। তিনি  গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
গতকাল রোববার রাতে গৌরীপুর থানা পুলিশের একটি দল অচিন্তপুর ইউনিয়নের ঘাগলা গ্রামে জয়নালের বাড়িতে অভিযান চালায়। পরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, জয়নাল আবেদীনের নামে মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।