মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / খবর

সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে মাতাব্বরের মৃত্যু

প্রকাশ:

শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫ || ০৭:৩২

270

শফিকুল ইসলাম সরিষাবাড়ী (জামালপুর)

সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে মাতাব্বরের মৃত্যু

ছবিঃ মুক্তদিন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ছাতারিয়া গ্রামে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে মাতব্বরের মৃত্য হয়েছে বলে অভিযোগ ওঠেছে। আজ শুক্রবার সকাল টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম  আজিজ সরদার (৬০)আজিজ সরদার ছাতারিয়া গ্রামের বাসিন্দা চিলেন। তিনি বিভিন্ন সময় গ্রামের সালিশে মাতাব্বর হিসাবে উপস্থিত থেকে বিরোধ মীমাংসা করতেন।

পুলিশ নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,  উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুর রশিদ আব্দুল করিমের মধ্যে  জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলআজ শুক্রবার সকাল টায় দুপক্ষের সে বিরোধপূর্ণ জমি পরিমাপ করা হয় সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়সংঘর্ষের সময় পাশের বাড়ির আজিজ সরদার দু পক্ষকে থামাতে যান সময় দু-পক্ষের কিল ঘুষিতে আজিজ মাটিতে লুটিয়ে পড়েন পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন       

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আজিজ সরদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় আজ শুক্রবার বিকেলে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহত আজিজ সরদার উপজেলা শ্রমিকদলের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন     

নিহতের জামাতা সোহাগ সরকার বলেন, দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যায় পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায়  লাশের সুরতহাল প্রস্তুতকারী সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহতের নাকে আঘাতের চিহ্ন ছিল   

সরিষাবাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে