
প্রকাশ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫ || ০৫:৪৩
দেখা হয়েছে 311
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ
ভুল চিকিৎসা করায় ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫ || ০৫:৪৩
311
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট । আজ বৃহস্পতিবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী চিড়ার মেইল এলাকার বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার নামের প্রতিষ্ঠানে এমদাদুল হক জয় নামের এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সনদ ও লাইসেন্স ছাড়াই দাতের চিকিৎসা করে আসছিলেন। স্থানীয় আব্দুল হাই নামের একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. ইকবাল হোসাইন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আব্দুল হাই জানান , ভূয়া দাতের চিকিৎসকের ভুল চিকিৎসায় তার ছেলেসহ একাধিক রোগী ভুগেছেন। কেউ কেউ মারাত্মক শারীরিক জটিলতায়ও পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. ইকবাল হোসাইন বলেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল এর নিবন্ধন ব্যতিরেকে দাতের চিকিৎসালয় 'বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার' পরিচালনা করায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ ধারা মোতাবেক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে, অভিযুক্ত ব্যক্তি নিবন্ধন ব্যতিরেকে কখনই চিকিৎসা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।