বুধবার, আগস্ট ৬, ২০২৫ ||

দেশ প্রতিদিন
হোম / খবর

শীতের তীব্রতা কমেনি উত্তরের জেলাগুলোতে

প্রকাশ:

রবিবার, জানুয়ারী ২৬, ২০২৫ || ১২:৪৪

253

মুক্তদিন ডেস্ক

শীতের তীব্রতা কমেনি উত্তরের জেলাগুলোতে

উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সম্প্রতি দিনাজপুর শহর থেকে তোলা ছবি
উত্তরের জেলা নওগাঁয় আজ সকাল থেকেই ওঠেছে ঝলমলে রোদ। তাতেও কমেনি শীতের তীব্রতা। আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁওয়। নওগাঁর আজকের তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নওগাঁ ছাড়া দেশের আটটি জেলায় আজ বইছে মৃদু শৈত্য প্রবাহ এরমধ্যে রয়েছে উত্তরের জেলা রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, পঞ্চগড়, পাবনা। এছাড়া চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলাতেও আজ বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের মতে কোন জেলার তাপমাত্র ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

উত্তরের জেলাগুলোতে কিছুদিন ধরেই বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। গত কিছুদিন জেলাগুলোতে সুর্যের দেখা মেলেনি। তবে গত দুই দিন ধরে রোদ ওঠলেও হিমেল হাওয়ার কারনে শীতের তীব্রতা রয়ে গেছে।