
ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে। বাবার নাম মৃত নাদু বেপারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল আলম দুলাল বলেন, আমার ক্রয়কৃত জায়গায় আমি বসত বাড়ি নির্মাণ করে বসবাস ও দোকান প্রতিষ্ঠা করে ব্যবসা করে আসছি। আমার বোন মোছা. আম্বিয়া খাতুন (৬২) ওই জায়গা পৈতৃক দাবি করে তার লোকজনদের নিয়ে বেদখল করার চেষ্টা করছে। আমার বাবা ১৯৯১ সনে মারা যান। বাবার মৃত্যুর পর ১৯৯২ সনে আমাদের ক্রয়কৃত জায়গা বাদে পৈতৃক জায়গা আমরা তিন ভাই ও চার বোন যার যার অংশ বুঝে নিয়েছি। ভাগাভাগির পর বোন তার সম্পত্তি বিক্রি করে দেন।
এখন বোন আম্বিয়ান খাতুন আমার ক্রয় করা জমির দখলের চেষ্টা করছেন।