ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের দুজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। সোমবার সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, সকাল আটটা থেকে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এরই মধ্যে এই বিষয়ে পাকিস্তান সরকারকে অভিযোগ জানিয়েছে নিউ দিল্লি। এর আগে নিউ দিল্লিতে দুজন পাকিস্তানি কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয় এবং নির্বাসনে পাঠানো হয়।
গত কয়েক দিনে পাকিস্তানের ইসলামাবাদে বেশ কিছু বড় বড় ভারতীয় কূটনীতিককে আক্রমণাত্মকভাবে হেনস্তা করা হয়েছে। সেই সব অতিরিক্ত নজরদারির বিরোধিতাও করেছে ভারত।