কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের (কেএসএফবি) উদ্যোগে পবিত্র রমজান মাসের ইফতার অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার ২৯ এপ্রিল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর আলহাজ্ব ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানা মাদ্রাসায় গিয়ে ইফতার করেছেন এতিম শিশুদের সঙ্গে এ ফোরামের ছাত্ররা।প্রায় ৪০ জন এতিম মাদ্রাসার শিশুদের নিয়ে ময়মনসিংহ জেলা কমিটির সদস্যরা এ আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমিটি কেয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি : ইনামুল বারী,সাধারণ সম্পাদক: বাবলু মিয়া,সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরী সদস্য মাহিন মাহবুব উল্লাহ প্রমুখ। সভাপতি এনামুল বারী বলেন ‘কেয়া কসমেটিকস লিমিটেডের ছাত্র, ছাত্রীদের এই সংগঠন নানা ধরণের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে। আমাদের ফোরাম প্রতি বছরের মত এ বছরেও দেশের এতিমখানাগুলোতে সাধ্যানুসারে ইফতার আয়োজন করেন।ধারাবাহিকতায় এখানে আমরা এসেছি।আমরা ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করি।