পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে ডুবে রাজিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপি গছগ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাজিয়া ওই এলাকার মুক্তারুলের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রাজিয়া বাড়ির সামনে খেলা করছিল। খেলা করার একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে বাড়ির সামনের ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।