জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। একের পর এক সিরিজ স্থগিতের মিছিলে এবার যোগ হল এটিও। স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সিরিজ স্থগিতের খবর।
করোনাভাইরাসের কারণে চারটি টেস্ট সিরিজ পিছিয়ে গেল বাংলাদেশের। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজটিও অনিশ্চিত ভবিষ্যতের দিকে গেল।
বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে গত মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ ছিল সেটি। সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে এশিয়ার দেশগুলো। শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে এশিয়া কাপ হওয়ার জোর সম্ভাবনা আছে।