ময়মনসিংহের ত্রিশালে পারফেক্ট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবুর রহমান।
পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, আনন্দ মোহন কলেজ অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান সাজু, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, আওয়ামী লীগ নেতা আব্দুল হক সরকার প্রমূখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ ছোট নাটিকা, গান, নৃত্য, কৌতুক ও আবৃতি উপভোগ করে হাজারো দর্শনার্থী। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক শাহজাহান সাজুর নেতৃত্বে গড়া ‘গীত মঞ্জরি’র বিশেষ টিম জনপ্রিয় বেশ কয়েকটি গান গেয়ে অনুষ্ঠান মাতান।