ময়মনসিংহে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। শুক্রবার রাতে দুই কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আরো তিন জন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।
জানা গেছে, পাগলা থানার সেকেন্ড অফিসার এস.আই আমিনুল হক ও এ.এস.আই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করে পাগলা থানার টাংগাব ইউনিয়নের পাঁচাহার এলাকা থেকে মাদক কারবারি হিমেল খান (২৫) কে দুই কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত- হিমেল খান পাগলা থানার টাংগাব ইউনিয়নের পাঁচাহার এলাকার বাসিন্দা।
পাগলা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, হিমেল খানের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করা হবে। অন্যান্য মাদক কারবারি, জুয়ারী ও পেশাদার অপরাধীদের আইনের আওতায় আনতে পাগলা থানা পুলিশ বদ্ধপরিকর।