ময়মনসিংহের ত্রিশালে ৪২তম ৩ দিনব্যাপী আহলে হাদিস তাবলীগে ইসলামের জাতীয় ইজতেমা শুরু হয়েছে। ইজতেমার আয়োজন করে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধানীখোলা মিলন সমাজ মাঠে এ ইজতেমা শুরু হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বুধবার বিকালেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত লোক এসে জড়ো হতে শুরু করেছে ইজতেমাস্থলে।
আয়োজক কমিটির মঞ্চ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ বুধবার মাগরিব নামাজ বাদ আমাদের ৩ দিনব্যাপী ইজতেমার শুরু হয়ে শনিবার ফজর নামাজ বাদ শেষ হবে। এই ৩ দিনে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামি স্কলার যারা রয়েছেন তারা এখানে বয়ান করবেন। আজ উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলেহাদিস তাবলিগে জামাতের পরিচালক ড. মুযাফফর বিন মুহসিন। প্রতিবছর ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।
আয়োজক কমিটির সদস্য মাহমুদুর রহমান সুরুজ বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা সহীহ্ হাদিস ও কুরআনের আলোকে এখানে আলোচনা করবেন। আশাকরা যায় আজ এশার নামাজ বাদ এই মাঠটি হাজারো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে।’