ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা মোড়ে আগুনে পুড়ে রব্বানী স্টোর নামের এক দোকান ভস্মীভূত হয়ে প্রায় ২০-২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত তিনটার পর প্রথমদিকে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে বাজারের ব্যবসায়ী ও আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ছাঁই হয়েযায়।
রব্বানী স্টোর এর মালিক মোঃ রব্বানী বলেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর কে বা কাহারা দোকানের সাটার কেটে পূর্ব পরিকল্পিত ভাবে দোকানের ভিতরে আগুন লাগিয়ে আমার ২০-২৩ লাখ টাকার মালামাল পূড়ে একদম ছাঁই হয়েগেছে, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার দাবী করছি প্রশাসনের কাছে।
এ ছাড়াও আগুনে পুড়ে বিল্ডিং মালিকের প্রায় ৬-৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ভবনের মালিক রাকিবুল হাসান এই প্রতিবেদক কে জানান।