দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে মসজিদ গুলোর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৩০ জুলাই) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হল রুমে ভার্চুয়ালি অনুষ্ঠানমালা উপভোগ করেন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ।
উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে ত্রিশালের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামছুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট জালালউদ্দিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহিদুল আনোয়ার সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ফলক উন্মোচন করেন।