শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৯ জন কোভিড-১৯ সংক্রমিত

  • আপডেট বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩২২ দেখেছে
করোনয় সংক্রমিত

কুষ্টিয়ায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩৪ জনে।

একই সময়ে সুস্থ হয়েছেন দুই জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৯৩ টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, ভেড়ামারায় সাতজন, কুমারখালীতে পাঁচজন, মিরপুরে পাঁচজন, দৌলতপুরে দুইজন ও খোকসায় একজন। এদের মধ্যে পুরুষ ৩০ জন আর নারী ৯ জন। পুলিশ আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও এলাকা লকডাউন করে দিয়েছে।

সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা আমলাপাড়ায় একজন, সদর হসপিটালে দুইজন, চামড়াপট্টি মসজিদ একজন, চৌড়হাসে একজন, কলেজ মোড় দুইজন, ৯৭৪/এ জোয়াদ্দার লেন একজন, আড়ুয়াপাড়া একজন, আইলচারা একজন, জুগিয়া একজন, পূর্ব মজমপুর একজন, ইসলামি ব্যাংক একজন, শাপলা চত্বর দুইজন, লাহিনী বটতলা দুইজন, কাঞ্চনপুর একজন, মজমপুর একজন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত সাতজনের ঠিকানা প্রফেসর পাড়া একজন, নওদাপাড়া একজন, কলেজ পাড়া একজন, গোলাপনগর একজন, চর দামুড়দিয়া একজন, কাচারিপাড়া একজন, জগসর একজন।

মিরপুর উপজেলায় আক্রান্ত পাঁচজনের ঠিকানা সোনালি ব্যাংক দুইজন, বহলবাড়িয়া একজন, লক্ষ্মীধরদিয়া ধুবাইল একজন, মিরপুর থানা একজন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত পাঁচজনের ঠিকানা সারকান্দি দুইজন, কুণ্ডপাড় দুইজন, এলংগী একজন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত দুইজনের ঠিকানা ওয়াল্টন প্লাজা দুইজন।

খোকসা উপজেলায় আক্রান্ত একজনের ঠিকানা খোকসা থানাপাড়া।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৯৪ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন। এ পর্যন্ত চারজন মারা গেছে। ঝুঁকিপূর্ণ মোট ১৮ রেডজোনে লকডাউন চলছে। এটা ২১ দিনব্যাপী কার্যক্রর করতে পারলে শনাক্তের হার কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!