অল্প খরচে দ্বিগুণ লাভের আশায় ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করে হাঁসের খামার দেন জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আল-আমিন মিয়া। কিন্তু চলমান দাবদাহে আল আমিনের খামারের হাঁস হিটস্ট্রোকে মারা যাচ্ছে। শুধু আল-আমিনেরই নয়, উপজেলার বিভিন্ন হাঁসের খামারে হিটস্ট্রোকে মারা যাচ্ছে শতশত হাঁস। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, ধান খেতের পচা পানি খেয়ে অথবা ভ্যাকসিন না দেওয়ার কারণে হাঁসগুলো মারা গিয়ে থাকতে পারে।
শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে সরেজমিনে গিয়ে কথা হয় নতুন উদ্যোক্তা আল-আমিনের সঙ্গে।
তিনি বলেন, ‘ভেবেছিলাম সামনে বর্ষার সময়, অটোরিকশায় ভাড়া কম হবে। তাই অটোরিকশা বিক্রি করে হাঁসের খামার করি। দ্বিগুণ লাভের আশায় ২ হাজার ২০০ হাঁসের বাচ্চা নিয়ে শুরু হয় আমার খামর। এতে আমার দুই লাখ টাকা খরচ হয়। প্রথম এক মাস ভালোভাবে কেটে গেলেও গত সপ্তাহ থেকে বৃষ্টি না হওয়া ও ধান খেতের গরম পানি খেয়ে প্রথমে হাঁসগুলো খুরা হচ্ছে। এর পর হাঁসগুলো মারা যাচ্ছে। এখন পর্যন্ত আমার খামারের প্রায় ৪০০ হাঁস মারা গেছে।’