জামালপুরের ইসলামপুর উপজেলায় বর্জ্যপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে তিন সন্তানের জননী এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। মোর্শেদা উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ-ডেবরাইপেচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী।
জানাগেছে, রবিবার (২১মে) বিকেলে ওই মহিলা ডেবরাইপেচ আগারী ব্রীজের নিচে গোসল করে বাড়ির ফেরার সময় রাস্তায় বর্জ্যপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ফয়জুর রহমান ফারুক মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন ।