জামালপুরের মেলান্দহে প্রচন্ড ঝড়ের সময় গাছ ভেঙে সুজন খান (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবরটি মুঠোফোনে নিশ্চিত করেন মেলান্দহ থানা পুলিশ। নিহত সুজন উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া এলাকার সুজা খানের ছেলে। তিনি ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬মে) রাত সাড়ে আটটার দিকে প্রচন্ড কালবৈশাখী ঝড় উঠলে সে সময় সুজন আমবাডিয়া বাজারে তার নিজ ব্যবসায়ী দোকানঘরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ঝড়ের তান্ডবে পাশে থাকা বটগাছ ভেঙে দোকান ঘরের উপর পড়লে সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় সুজনের।
এ ব্যাপারে দুরমুঠ ইউনিয়নের যুবলীগ সভাপতি ইমরান বলেন – সুজন খান আমাদের একজন সৎ ও একনিষ্ঠ কর্মী ছিলেন। তার এই অপমৃত্যুতে দুরমুঠ ইউনিয়ন যুবলীগ গভীর শোক প্রকাশ করছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন – রাত সাড়ে আটটার দিকে ঝড়ের সময় বটগাছ ভেঙে একটি দোকান ঘরের উপর পড়লে ঘরের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়।