ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা পরিষদ সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মীর সালমা, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল থানার ওসি তদন্ত এবি ছিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ও গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।