জামালপুরের ইসলামপুরে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণে ৩৮ জন দুঃস্থ গরিব পরিবারের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থে সেলাই মেশিন বিতরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
মঙলবার ১মে সকালে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে পরিষদের সভাকক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, পলবান্দা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলসহ আরও অনেকেই।
পরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬হাজার টাকার চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী।