প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহ্বানে”কৃষক বাঁচলে,বাঁচবে দেশ,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ”এই এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক সংকটে থাকা কৃষকদের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১লা মে) মহান শ্রমিক দিবসের এ দিনে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ও মাড়িয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এসময় ধান কাটার নেতৃত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কৃষকরা জানান, ধান কাটা শ্রমিক ও অর্থ সংকটে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়। তাদের এমন উদ্যোগে আমরা ভীষণ খুশি।
ধান কাটার বিষয়ে উপজেলা ছাত্রলীগ নেতা রাশিদুল হাছান রাশেদ জানান, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর ব্যতিক্রম নয়। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভাইয়ের অনুপ্রেরণায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় কৃষকের পাকা ধান কেটে ও মাড়িয়ে বাড়ি পৌঁছে দেই।