এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে সারাদেশের ন্যায় একযোগে ত্রিশালেও আবশ্যিক বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।
এবারের এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ত্রিশাল উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩৫ জন। এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৪ লাখ পাঁচশত ৯০ জন। দাখিলে মোট পরীক্ষার্থী ৯শত ৮৪ জন। এসএসসিতে (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ৪ শত ৬১জন।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকে সামনে রেখে পূর্ব থেকেই সতর্কাবস্থায় ছিল প্রশাসন। পরীক্ষাকে কেন্দ্র করে যেন কোন আপত্তিকর ঘটনা না ঘটে সে জন্য সার্বক্ষণিক নজরদারী করা হয়েছে।