পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রিশাল উপজেলাবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ত্রিশাল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ।
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের ও খুশির।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’
এ উপজেলার সাধারন জনগন, চিকিৎসক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।