বিশিষ্টজনদের সম্মানে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আ. ন. ম ফারুক, সিনিয়র সদস্য রেজাউল করীম বাদল, সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।