ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর প্রয়াত উপদেষ্টা শফি কামাল, সম্মানিত সদস্য ডা: মীর হায়দার আলী ও ছাত্র বিষয়ক সচিব ইমরুল কায়েস শিমুল স্মরণে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ অডিটেরিয়াম ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় আয়োজিত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সমিতির মহাসচিব প্রকৌশলী আব্দুর রাজ্জাক। সভায় প্রয়াতদের স্মরণে ও বিশ^ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি বীরমুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুস খান, শিল্পপতি সালাউদ্দীন হুমায়ুন, আলহাজ্ব জহিরুল ইসলাম জহির, এড.সায়িদুল করিম নসরত, অতিরিক্ত মহাসচিব হেলাল উদ্দীন,যুগ্ম মহা সচিব এম এ মান্নান, সৈয়দ সারোয়ার, সম্মানিত সদস্য ইন্জি: ঈশরাফ,সৈয়দ মাহবুব, নাজমুর রহমান তালুকদার সেলিম, সাইফুদ্দীন মনি,সাংগঠনিক সচিব লতিফুল ইসলাম নিপুল, ইন্জি: ইলিয়াস,নাসির ধূমকেতু,আসাদউল্লাহ এরশাদ,আইন সচিব জিতেন্দ্র বর্মন, সহ আইন সচিব এড. রুহুল আমিন, যুববিষয়ক সচিব জিল্লুর রহমান দিদার, মহিলা সচিব রীনা পন্ডিত,শফি খন্দকার, কারুন্নাহার বেগম, সোলায়মান, আলী, মোহতাসিম, আব্দুস সালাম, লুৎফর রহমান, নাজিন,শফিক ও খায়রুল সহ আরো অনেকে।