ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদ্য নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ভাংচুর ঘটনা ঘটেছে। বাউন্ডারি ওয়াল ভাংচুরের ঘটনায় ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাযায়, ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান রাগামারা বাজার সংলগ্ন একটি সদ্য নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ভাংচুর ঘটনা ঘটেছে। মোঃ মুশফিকুর রহমানের সাথে একই এলাকার আব্দুল মোতালেব (৫৫), মোশারফ হোসেন (২৮), আল-আমিন (২৫), দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে বাদী মোঃ মুশফিকুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের সুবাধে গত ২৫ মার্চ সকালে আমার বসত বাড়ির সামনের রাস্তায় অবস্থান করিয়া আমাকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকে। আমি প্রতিবাদ করিলে বিবাদীগন আমাকে প্রকাশ্যে সময় সুযোগমত পাইলে মারপিট ও খুন জখমের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করিতে থাকে। এবং ঠিক সেইদিন মধ্যে রাতে আমার সদ্য নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ভাংচুর ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।