আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম।
তিনি জানান, ১১ জুন ওসি মোশারফ হোসেন তরফদার নমুনা পরীক্ষার দেন। কিন্তু রিপোর্ট না আসায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর নির্দেশে বুধবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষা করান। শুক্রবার রাতে নমুনার রিপোর্টে পজেটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকদের নির্দেশে তার ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সূত্র জানায়, সম্প্রতি আজমিরীগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় সক্রিয় ভাবে ওসি মোশারফ হোসেন তরফদার কাজ করেছেন। করোনা রোগীদের সংস্পর্শে যাওয়ায় কারণে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।