ময়মনসিংহ নান্দাইল উপজেলায় রিক্সা চালক আবুল কালামের ছেলে ওমর ফারুক দীর্ঘদিন যাবৎ জটিল রোগের ভুগছে। টাকার অভাব চিকিৎসা না করাতে পারায় তিনি তার জীবন নিয়ে অনিশ্চিত।
ওমর ফারুক জোর পুকুর পাড় এলাকার রিক্সা চালক কালামের ছেলে। তিনি ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট হাসপাতালে পরিক্ষা করিয়ে জানতে পারে কলিজায় পাথর হয়েছে। তখন ঐ হাসপাতালে চিকিৎসা করিয়ে তার আর্থিক সমস্ত সম্বল ১লাখ ২০ হাজার টাকা খরচ হওয়ার পরও কোনরূপ উন্নতি হয়নি।
পরে উপায়ান্তর না পেয়ে ঢাকার পি.জি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে ডাক্তার তাকে উন্নত পরিক্ষা- নিরীক্ষা করে বোর্ডের সিদ্ধান্তে অতি দ্রুত অপারেশন করার প্রস্তুতি নিতে বলে। ডাঃ জানান, যদি অপারেশনে বিলম্ব হয় তাহলে হয়তো তিনি মারা যেতে পারেন।
ওমর ফারুকের মা রহিমা’র সাথে কথা বলে জানা যায় পি.জি হাসপাতালে অপারেশন বাবদ প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে। আমরা ময়মনসিংহের চিকিৎসা করেই সব সম্ভল ব্যয় করে ফেলছি। বর্তমানে হাতে নগদ কোন টাকা পয়সা নাই। সংসার খরচেই ঋনের মাধ্যমে চলছে।সংসারে উপার্জন করার মত কেউ নেই। এখন বাড়ি বিক্রি করার চেষ্টা করছি কিন্ত কেউ কিনছে না বিক্রি হলেও চিকিৎসার টাকা হবে না।
যদি কোন হৃদয়বান ব্যক্তি বা সমাজের বিত্তবানশালী লোক আমাদের সাহায্য করেন, তাহলে ওমর ফারুককে চিকিৎসা করে বাঁচানো চেষ্টা করতে পারতাম। বাকিটা আল্লাহ ইচ্ছা।
তিনি কাঁদো কাঁদো কন্ঠে সবার কাছে সাহায্যে চাইছেন ছেলের চিকিৎসা খরচ জোগাড় করার জন্য। এখন যদি কেউ সাহায্যে করতে চায় তাহলে বিকাশে পাঠাতে পারেন।
বিকাশ (পারসোনাল) 01986590155