ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিরামপুর খাবলা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ত্রিশাল আসেন পরে ট্রাক ড্রাইভার মজনুর সাথে নেত্রকোনা জেলার দুর্গাপুরে যান, পরে আর ফিরে আসেনি আব্দুল মজিদ মিয়া (৫৫) নিখোজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাকে এলাকায় ও আত্বীয়-স্বজনদের বাড়ীতে খোজাজুখি করেও কোন সন্ধ্যান মেলেনি। বাড়ী থেকে বের হওয়ার সময় গায়ে ছিল হলুদ নীল কালারের লুঙ্গি আকাশী কালারের সাট। সনাক্ত বিবেচনায় চুল দারি সাদা কাচা রয়েছে। এ বিষয়ে গত বুধবার রাজন মিয়া পিতা আব্দু মজিদ মিয়া, ত্রিশাল থানায় একটি সাধারন ডায়েরী করেন। ত্রিশাল থানার জিডি নং- ৮৭৯, তারিখ-১৫/০২/২০২৩ইং।
নিখোজ সংক্রান্ত এ সাধারন ডায়েরীর তদন্ত করছেন ত্রিশাল থানার এস আই (নিরস্ত্র) মোঃ আব্দুল করিম বিপি যদি কোন হৃদয়বান লোকটির সন্ধান পেয়ে থাকেন নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ০১৭৫৭৬১৪৩৯৭,০১৭০৫৭৮৮৭৩৮ ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, নিখোজের বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরীটি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।