ময়মনসিংহে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারি সকালে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (এসপিবিকে) এর আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের ব্রিজ মোড়ের শহীদ মিনা চত্বরে অনুষ্ঠিত হয়।
জেলার শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার এ কে এম এস সুজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ এসপিবিকে এর মনিটরিং ডেপুটি ম্যানেজার মোঃ হারুন-অর-রশিদ।
বক্তারা বলেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সকলকে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আলোচনা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খাবার ও পুরুস্কার বিতরন করা হয়।