রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা ও মুক্তিযোদ্ধা ভবনের জায়গায় অবৈধভাবে মালামাল রাখায় ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছেন।
শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি জানান, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবৈধভাবে রাখা মালামাল অপসারণ ও পৌর শহরের ৬টি রেস্টুরেন্টে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। রেস্টুরেন্টগুলোতে সিটের পাশে থেকে সব ধরণের পর্দা বা বড় সিটগুলো অপসারণ করতে বলা হয়। ফাইভ স্টার রেষ্টুরেন্ট, আর এস ফুড রেষ্টুরেন্ট, বেনাল রেষ্টুরেন্ট, ফুড পার্ক রেস্টুরেন্ট, জেপি ফুড রেস্টুরেন্ট ও ণঁসসু চধৎধফরংব রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ফুড পার্ক ও জেপি ফুড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় দশ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।