ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মহাসড়কের রায়মনি হাসমতের মোড় নামক স্থানে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার পিছনে ময়মনসিংহগামী ঢাকা-মেট্রো-গ-৪৩৮৫১২ নাম্বার সম্বলিত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাতে থাকা ড্রাইভার হেলাল (৩৫) ও দুই যাত্রী গুরুতর আহত হয়।
বুধবার ১৫ই ফেব্রুয়ারী বিকাল তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশসুত্রে জানা যায়, গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার এসআই হায়দার জানান,আমরা খবর পেয়ে সাথে সাথে দূর্ঘটনার স্থানে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।আমরা গাড়ি জব্দ করে থানা হেফাজতে প্রেরণ করছি।দূর্ঘটনায় কবলিত গাড়িটির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রাইভেটকারের ড্রাইভার পলাতক রয়েছে।