আজ ০৮ ফেব্রুয়ারী ২০২৩ (বুধবার) এইচ.এস.সি-২০২২ইং সালের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মধ্যে ত্রিশাল কেন্দ্রীয় টেকনিক্যাল এন্ড বি.এম.কলেজ অন্যান্য কলেজ থেকে পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলার সেরা প্রতিষ্ঠান।
ত্রিশাল কেন্দ্রীয় টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ থেকে ২০২২ এর এইচএসসি পরীক্ষায় ১৬২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।ফলাফলে ১৬২জন শিক্ষার্থীর মধ্যে ১৫৯জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় এবং তন্মধ্যে ১৫জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের জিপিএ-৫ এর তালিকা তুলে ধরা হলো। সেন্ট্রাল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২জন, ধানীখোলা কারিগরি ও বানিজ্যিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭জন, ত্রিশাল মহিলা টেকনিক্যাল ও বি.এম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬জন,ত্রিশাল কারিগরি ও বানিজ্যিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫জন, সরকারি নজরুল কলেজ এর বি.এম শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ৪জন, হাজী চেরাগ আলী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪জন, ত্রিশাল বি.এম এন্ড কমার্স কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১জন এবং কাঁঠাল হাইস্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১জন।
উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কম।
ফলাফলে দেখা গেছে, এবার মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা গতবারের চেয়ে ১ লাখ ৯৪ হাজার ২৯৪ জন কম। গত বছর পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ থাকলেও এ বছর তা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছেন।