ময়মনসিংহের ত্রিশালে মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার, সি.এন.জি চালিত অটোরিক্সা, সড়ক পরিবহন মালিক সমিত উপজেলা শাখার আগামী ১ (এক) বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ জেলা কমিটি’র সভাপতি রাকিবুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ স্বাক্ষরিত ৩ (তিন) সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ৯ (নয়) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
উপদেষ্টাগণ হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন, উপজলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, উপজেলা সি.এন.জি মালিক সমিতি’র সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মজনু।
উপজেলা শাখার নব ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান আকাশ, সহ-সভাপতি মোঃ এমদাদুল হক শিশির, মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিম, মোঃ ইনজামামুল হক তুষার, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রিয়ামুল হক, দপ্তর সম্পাদক মোঃ ইসতিয়াক আহমেদ শুভ।