জামালপুর ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর জাহানারা জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে একজন শিক্ষার্থী উপস্থিত ক্লাশে । একটি প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক চিত্র যেমন হওয়ার কথা- সকালবেলা অ্যাসেম্বলিতে লাইন দিয়ে দাঁড়ানো থাকবে বিভিন্ন বয়সী শিক্ষার্থী। জাতীয় সংগীত শেষে সবাই যার যার শ্রেণিকক্ষে চলে যাবে। রোল কল হবে, পাঠদান শুরু হলে শোনা যাবে শিক্ষার্থীদের পড়ার শব্দ। আর স্কুল শেষে ছুটির ঘণ্টা বাজলেই হৈ হৈ করে দৌড়ে বের হবে শিক্ষার্থীরা।নেই চেনা কলকাকলি
লক্ষীপুর জাহানারা জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের স্কুলটিতে পঞ্চম শ্রেনীতে একজন শিক্ষার্থী, তৃতীয় শ্রেনীতে দুইজন উপস্থিত । স্কুলটিতে শিক্ষকের সংখ্যা চারজন। সেখানে নেই প্রাথমিক বিদ্যালয়ের চেনা কলকাকলি। স্কুলটির এখন জরাজীর্ণ অবস্থা। টিনের চালে মরিচা ধরেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন বলেন,অসুস্থতা কারনে বিদ্যালয়ে আসেননি। উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে এ স্কুল।
লক্ষীপুর জাহানারা জুলফিকার সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন সহকারী শিক্ষক রিমি আক্তার, সামছুন নাহার, আব্দুল হালিম।
২৩ জানুয়ারী সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে দুইজন সহকারী শিক্ষক উপস্থিত রয়েছে। ছাত্র ছাত্রীদের হাজিরা খাতা আলমারিতে তালাবদ্ধ। সহকারী শিক্ষক আব্দুল হালিমের কাছে সেই তালার চাবি। এদিকে সহকারী শিক্ষক আব্দুল হালিম বিদ্যালয়ে আসেননি।