জামালপুর ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রেজাউল করিম মন্জুর মেয়ে,সাংবাদিক রফিকুল ইসলাম রন্জুর ভাতিজি আফিয়া ইবনাত রামিসার জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারী নিজ বাড়িতে ৫ তম জন্মদিন পালন করা হয় রামিসার। এসময় রামিসা বন্ধুদের সাথে নিয়ে কেক কাটে, জন্মদিন উপলক্ষে সবার কাছে রামিসার পরিবার দোয়া কামনা করেন।